DHOPAGHATA ALHAZ KOLIMUDDIN HIGH SCHOOL

DHOPAGHATA , MOHANPUR, RAJSHAHI.

হোম গ্যালারী বিদ্যালয় ম্যানেজমেন্ট ওয়েব ম্যানেজমেন্ট

নোটিশ সকল

যে কোন তথ্যের জন্য যোগাযোগ

প্রধান শিক্ষক----- 01717-978656
অফিস সহকারি-- 01822041668 , 01742019329

সুলতানা মেহবুব শাপলা( প্রধান শিক্ষক )
এম,এ -বিএড

প্রধান শিক্ষকের বাণী

ধান শিক্ষকের বাণীঃ শিক্ষাই শক্তি, শিক্ষাই আলো, শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষার জন্য শিক্ষিত জাতির জন্য, দেশ ও জাতির কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক হিসেবে যুগ যুগ ধরে স্বীকৃত এক সামাজিক প্রতিষ্ঠান হলো শিক্ষানিকেতন। প্রতিষ্ঠানের কার্যক্রমকে আধুনিকায়ন ও যুগোপযোগী করার লক্ষে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সেই প্রকল্পেেরই একটি অংশ এই ওয়েব সাইট। যার মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য ছবি সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এবং প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা ঘরে বসেই পরীক্ষার রুটিন, ফলাফল, সিলেবাস, রিডিংচার্ট, হাজিরা, ভর্তি ফরম পাবে। অভিভাবকরাও ঘরে বসে সন্তানের পরীক্ষার ফলাফল পাবে। বর্তমান বিশ্ব এখন জ্ঞান বিজ্ঞানে এগিয়েছে অনেকটা, আধুনিক তথ্য প্রযুক্তির অত্যাধুনিক ধারায় সিক্ত করেছে নিজেদেরকে। পিছিয়ে নেই আমরাও। তাই বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরাও দৃঢ় প্রত্যয়ী। আমরাও চাই শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর মানুসের কাছে আমাদের প্রিয প্রতিষ্ঠান ধোপাঘাটা আলহাজ্ব কলিমুদ্দিন উচ্চ বিদ্যালয়কে পরিচয় করিয়ে দিতে। তাই আমাদের ওয়েব সাইটটি উন্মুক্ত করে ছড়িয়ে দিতে চাই সর্বত্র। এর ফলে শিক্ষক-শিক্ষার্থী ও অবিভাবকের মধ্যে সুসম্পর্ক তৈরী হবে। এছাড়া আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শুভাকাঙ্খী, মহৎপ্রান ব্যক্তিগণ তাদের প্রিয় প্রতিষ্ঠানের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষক ও শিক্ষার্থীদের তথ্য বিভিন্ন অর্জন, বিজ্ঞপ্তি ও অন্যান্য তথ্য সমূহ দেখে রোমাঞ্চিত হবেন, দুর থেকে আমাদেরকে আন্তরিকতার বন্ধনে আবদ্ধ করবেন। এই ওয়েব সাইটটি খোলার মাধ্যমে বিদ্যালয়ের সামগ্রিক মান উন্নয়ন ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করণে একটি নতুন মাত্রা যুক্ত হবে এটাই প্রত্যাশা করছি।

সভাপতি


আয়শা সিদ্দিকা

সভাপতির বাণী

প্রধান শিক্ষক

সুলতানা মেহবুব শাপলা

প্রধান শিক্ষকের বাণী
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ
ঢাকা স্টেডিয়ামে মুক্তিযোদ্ধাদের অস্ত্র সমর্পণ ও বঙ্গবন্ধুর ভাষণ

মুক্তিযুদ্ধ


১৯৭১ খ্রী. ২৫শে মার্চ মধ্য রাতে পূর্ব পাকিস্তানের জনগণের উপর নিয়মতান্ত্রিক গণহত্যা শুরু করে পশ্চিম পাকিস্তান । প্রবল প্রতিরোধের মধ্যে ১৯৭১ খ্রী. ১৬ই ডিসেম্বর আত্মসমর্পণের মাধ্যমে যুদ্ধের সমাপ্তি ঘটে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ


Design & Developed BY: Md. Abu Firoz


ফোন নাম্বার - 01713723451

ওয়েবসাইট সংক্রান্ত যে কোন সমস্যা আমাদের ফেসবুক পেজে পোস্ট করুন।

ফেসবুক পেজ Duronto ( দুরন্ত)

ইউটিউব চ্যানেল Duronto Online School